জগন্নাথপুরে গরু চুরির ঘটনা নিয়ে শালিস বৈঠকে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ গ্রামের লোকজনের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, স্থানীয় ধলনিশা গ্রামের আতাউর রহমানসহ কয়েক জনের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ নিস্পত্তির লক্ষে রসুলগঞ্জ বাজারে শালিস বৈঠক বসে। শালিসে মইজপুর, কামিনীপুর, সামাট, গোয়ালকুড়িসহ ৪ গ্রামের লোকজন অংশ গ্রহন করেন। শালিসে আলোচনার এক পর্যায়ে মাসুক আলী গ্রামের লোকজনকে চোর বলে গালি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শালিসি ব্যক্তি সাবেক ইউপি সদস্য হিরা মিয়া ও মাসুক আলীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি নিয়ে ৪ গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বাজারের ৫ টি দোকানপাট ও ১টি মোটরসাইকেল ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বাজারের শামসুল হক নামের এক ব্যবসায়ীর প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে সাবেক ইউপি সদস্য হিরা মিয়া, আজমত উল্লাহ, আক্কল আলী, মিজান মিয়া, সিরাজ মিয়া, শহীদ মিয়া, গফুর মিয়া, আনর মিয়া, তাজুল ইসলাম, ফিরোজ আলী, নজির মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn