অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন হবে-কাদের
অক্টোবরের যে কোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে এবং সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই এ সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার বেলা ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এছাড়া সে মাসের যেকোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই এ সরকার গঠিত হবে। এর বাইরে অন্য কাউকে রাখার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির দেয়া চার শর্ত মেনে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কারো শর্ত মেনে হবে না।নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সরকার মনে করছে না এ বিষয়ে কোনো সংলাপের প্রয়োজন আছে। কেননা দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে তা নিয়ে সংলাপে বসতে হবে। পাশাপাশি তিনি আরো বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা নির্বাচন প্রতিহত করবে। আমাদের আশঙ্কা বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং নাশকতার চেষ্টা করবে। তবে এ ষড়যন্ত্র আমরা জনগণকে নিয়ে এটা প্রতিহত করবো।