রাজধানীতে দুই নারীকে শ্বাসরোধে হত্যা
রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই নারী। তাদের দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুজনের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকালে রামপুরার বনশ্রী আবাসিক এলাকা ও যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে লাশ দুটো উদ্ধার করা হয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন- গৃহবধূ জুলেখা আক্তার (৪২) ও ২২ বছরের অচেনা এক তরুণী। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, বুধবার দিবাগত রাতে রামপুরার বনশ্রী আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাড়ির ছয়তলায় হত্যাকাণ্ডের শিকার হন জুলেখা। তার গলায় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে তার স্বামী। জুলেখার ১৩ বছর বয়সী সন্তান পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সন্দেহভাজন নিহতের স্বামীকে গ্রেপ্তার করতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি। এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহষ্পতিবার সকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে অচেনা ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, তিনি ওই এলাকায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট ও সন্দেহভাজন নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেপ্তার করতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।