আমি বিএনপি-গণফোরামের কেউ না, সংসদে যাব: সুলতান
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, বাংলাদেশের মানুষ আমাকে যে পরিচয়ে জানে, আমি সে পরিচয়ে অবশ্যই সংসদে যাব। তবে যোগ দেয়ার ব্যাপারে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সময় হলেই দেখতে পাবেন। জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে ঐক্যপ্রক্রিয়ার পক্ষ থেকে নির্বাচনে গিয়েছি। আমি গণফোরামের কেউ নই, বিএনপিরও কেউ নই। সোমবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সম্প্রতি মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত জোটের অপর প্রার্থী মোকাব্বির খান সাংসদ হিসেবে শপথ নেবেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে সোমবার গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আমি টেলিফোনে দলের সভাপতি ড. কামাল হোসেনকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলেছেন। তবে যেহেতু তিনি কালকে (২৯ জানুয়ারি) দেশে ফিরছেন সেহেতু আমি ব্যবস্থা নেইনি। তবে তারা (দুই সংসদ সদস্য) যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শপথ প্রসঙ্গে সুলতান মনসুর বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছেন, আমি জনগণের কথা-দাবি তুলে ধরার জন্য, সংসদে জোরালো ভূমিকা রাখার জন্য যাব। বাংলাদেশের মানুষ আমাকে যে পরিচয়ে এতকাল ধরে জেনে আসছে সে অনুযায়ী অবশ্যই যথাসময়ে ইতিবাচক পদক্ষেপ নেব, সংসদে যাব। এর আগে, জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছিল সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জোটের কেউই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। গণফোরাম থেকে নির্বাচিত মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) আসনের সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসনের মোকাব্বির খান শপথ গ্রহণে আগ্রহ প্রকাশ করলে ৭ জানুয়ারি মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে নেতারা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।