বিভিন্ন দাবিতে জেলার চার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী কোষাগার হতে প্রদানের দাবিতে এই  কর্মসূচি করে তারা। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আহবানে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনববন্ধন চলাকলে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দে, সুনামগঞ্জ পৌরসভার প্রধান অফিস সহকারি মাহতাব উদ্দিন শাহীন, সুনামগঞ্জ পৌর সংসদের সভাপতি নুরুজ্জামান সুজন, সাধারণ সম্পাদক সাজুর মিয়া, প্রচার সম্পাদক জমসেদ আলী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলী, জ্যোতি লাল সরকার, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতীষ গোষামী, দিরাই পৌরসভার কর নির্ধারক দিলোয়ার হোসেন, সংগঠনের দিরাই শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn