বিপন্ন স্বদেশ….
তুলিকা ঘোষ (ফেসবুক স্টেটাস থেকে)
সুরক্ষার মহান দায়িত্ব পালনে জীবন ত্যাগী অামাদের স্বজন,প্রিয়জন,চৌধুরী মোঃ অাবু কয়সর দিপু ভাই…
বিশ্বময় জঙ্গিবাদ- উগ্রবাদীতা নিত্য নৈমিত্তিক খবর এখন অামাদের জন্য।কখন কোথায় নিজের জান-মাল বিপন্ন অামরা কেউই এর সঠিক খবর জানিনা।রোজই মানুষের দেহ ঝলসে যাওয়ার চিত্র দেখি,দেখি মানুষের রক্তে রক্তাক্ত স্বদেশ। এমন দেখতে দেখতে চোখ-মন দুইই তৈরী এভাবে যে,এটাতো ঘটতেই অাছে ঘটবেই। বীভৎস এসব মৃত্যু অার স্বজনদের কান্না ভরা মুখ দেখলে মন সাময়িক খারাপ হয়। এই সাময়িকতায় অামরা অামাদের জীবন স্বাভাবিক নিয়মেই পরিচালনা করি। কিন্তু যে মা বুকের মানিক হারায়,যে স্ত্রী তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়,যে সন্তান পিতার ভালোবাসার অদূরে,শুধু তারাই জানে হারানোর বেদনা কতো ভয়াবহ,কতো কঠিন অার নির্মম!
এই প্রথম অাত্মা থেকে অনুভূত হলো জঙ্গিবাদের কালো ছোবল কেমন বিষাক্ত!২৫ মার্চ সন্ধ্যায় ফেসবুক খুলে বসছি ছবি পোস্ট দিতে।ছবি অাপলোড করে বিভিন্ন পোস্ট দেখছি, হঠাৎ শ্রদ্ধেয় মহি ভাইয়ের একটা পোস্ট দেখে অামি স্থবির একদম! অামাদের দিপুভাই নেই।সিলেটের জঙ্গি হামলায় নিহত দিপুভাই।অামি তাৎক্ষণিক ফেসবুক থেকে চলে অাসি।অার মনে মনে জপছিলাম,ঈশ্বর অামার এই দেখা,এই জানা যেনো ভূল হয়। পারিবারিক সুত্রে পরিচয় এই পরিবারের সাথে।দিপু ভাইয়ের কনিষ্ঠ ভাই চৌধুরী মোঃ অাবু সাহেদ এবং উনার সহধর্মিণী অামরা দীর্ঘদিন যাবৎ একই স্কুলে পরস্পর সহকর্মী হিসেবে কাজ করছি।ভীষণ ভালো মানষিকতার মানুষ,ধার্মিক এবং নিষ্ঠাবান মানুষ উনারা।প্রতি রোজার ঈদে বাড়িতে সব ভাই ভাবীরা অাসেন,ভাবীদের সাথে খাওয়া অাড্ডা কোনটাই মিস করিনা অামি তখন।চৌধুরী মোঃ অাবু কয়সর দিপু ভাই রোজার ঈদে বাড়ি অাসেন ভাবী সহ।কথা হয় তখন।অামার বরের একসাথে লেখাপড়া উনার।খুব বিনোয়ী-ভদ্র একজন মানুষ। অার ভাবী একদমই উচ্ছল অার দিল খোলা মানুষ।
অামার এতো কষ্ট হচ্ছিলো।কেমন করে এমন চলে যাওয়া মানা যায়!এই প্রথম অনুভব করলাম কাছের মানুষদের রক্তাক্ত দেখলে ভতর কেমন দুমড়ে-মুচড়ে খাঁক হয়!
একটা ঐতিয্যবাহী পরিবারের ছেলে দিপুভাই। একজন মুক্তিযোদ্ধার সন্তান।দেশকে মুক্ত করার ইতিহাসে নিজেদের ত্যাগ করা দিপুভাইয়ের পারিবারিক ইতিহাস এটা।কতোজনা এমন ত্যাগী এমন সাহসী হয় জানিনা।অামাদের সুনামগঞ্জের বীরগাঁথায় সংযোজিত হলো অারেক নাম-চৌধুরী মোঃ অাবু কয়সর দিপু।সেই সাথে বাংলাদেশ পুলিশ এর এক সৎ এবং নির্ভীক সদস্য হিসেবে দিপুভাইয়ের অাত্মত্যাগ রাষ্ট্রীয় ভাবে এক গর্বিত ইতিহাস রচনা করলো। জননী জন্মভূমিকে রক্ষা করতে তাঁর এমন ত্যাগ অামাদের ঋণী করে দিলো।দেশ এমন পৈচাশীকতার ছোবল থেকে কবে মুক্তি পাবে জানিনা।তবে সবাই সতর্ক হই। অার প্রার্থনা করি বিশ্বের সকল ভাষাভাষী মানুষ যেনো মানবিকতায় ব্রতী হই অামরা। অার এমন নৃশংসতা মানা যায় না।উর্ধ্ব লোকে ভালো থাকুন দিপুভাই।বিনম্র শ্রদ্ধা রইলো অামার।