ছাতকে সুরের মুর্ছনায় মাতিয়েছেন পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী সৌমেন অধিকারী
বিজয় রায়-
হারানোদিনের গান ও সুরের মুর্ছনায় ছাতক মাতিয়ে গেছেন উপ-মহাদেশের আধুনিক গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী সৌমেন অধিকারী। পশ্চিমবঙ্গের খ্যাতনামা আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখপাধ্যায়ের সু-যোগ্য শিষ্য সৌমেন অধিকারী একে-একে পরিবেশন করলেন নিঝুম সন্ধ্যায়—,এই চাঁদ তোমার আমার–, ও নদীরে একটি কথাই সুধাই শুধু তোমারে–, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন–হেমন্ত মুখপাধ্যায়ের এমন অসংখ্য জনপ্রিয় কলোজয়ী গান। উপস্থিত হাজারো স্রোতা পিনপতন শব্দহীনভাবে উপভোগ করেছেন প্রখ্যাত এ শিল্পীর পরিবেশনা। এ ছাড়া আরেক প্রখ্যাত কণ্ঠশিল্পী ছাতকের কৃতি সন্তান, সংগীতে মাদার তেরেসা আর্ন্তজাতিক এ্যাওয়ার্ডে ভুষিত যুক্তরাজ্য প্রবাসী হিমাংশু গোস্বামী পরিবেশন করেন সিলেট অঞ্চলের সেই বিখ্যাত গান ‘সিলেট প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে–, মরমী কবি দূর্বিণশাহ রচিত শিল্পীর নিজের সুর করা ‘আমার অন্তরায়, আমার কলিজায়—,সহ একাধিক জনপ্রিয় লোক সংগীত। পরে চ্যানেলআই সেরাকন্ঠ শিল্পী চম্পা বনিকের কন্ঠে পরিবেশিত হয় হারানো দিনের আধুনিক ও রিমিক্স গান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৌরসভার উদ্যোগে মঙ্গলবার ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় গানে-গানে দর্শক স্রোতাদের মাতিয়ে রাখেন আগত অতিথি শিল্পীবৃন্দ। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আল্হাজ্ব নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ চৌধুরী, তাহিরপুর উপজেলা আ.লীগর সাধারন সম্পাদক অমল কর, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্র“পের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সচিব মিলটন রায়, জেলা আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া আ.লীগ নেতা শাহীন চৌধুরী, নেতা পৌরসভার কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, ধন মিয়া, সুদীপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, পৌর সভাপতি মহন্ত রায়, উপজেলা শাখার সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, নিত্যরঞ্জন দাসসহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নের্তৃবৃন্দ সংগীত উপভোগ করেন। অসংখ্য নারী স্রোতার আগমন ঘটে সাংস্কৃতিক সন্ধ্যায়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিমুল দত্ত ময়না ও রিফাত তাসমিন প্রভা।