অভিমানে দেশ ছাড়ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ!
বার্তা ডেস্ক:: সম্প্রতি ছাত্রলীগের কমিটি নিয়ে অভিমান ও হতাশায় মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাইফুর রহমান সোহাগ। ভবিষ্যত রাজনীতিতে নিজের হতাশাজনক অবস্থান নিয়ে, অনেকটা বুকফাটা অভিমানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন তিনি। সাময়িকভাবে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন বলে তারই ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি একবারের জন্য যাচ্ছেন না বলেও নিশ্চিত করেছে সূত্রটি। ছাত্রলীগের সর্বশেষ পূণাঙ্গ কমিটিতে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমঝোতা না হওয়ায় অনেকটা মন ভাঙার বেদনায় ভুগছেন তিনি। নিজের লোকদের যারা আদর্শিকভাবে শেখ হাসিনার জন্য জীবন দিতে পারে, তারা পদ না পাওয়ায় তিনি চরম হতাশ। এই হতাশা আর অভিমান কাটাতে তিনি ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন। উল্লেখ্য, সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনেও যোগ দিয়েছিলেন। এবার তিনি ব্যক্তিগতভাবেই যাচ্ছেন। এ বিষয়ে সাইফুর রহমান সোহাগের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কেটে দিয়েছেন।