ভুল স্বীকার করেও নিষিদ্ধ ইরফান
ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে এক বছরের নিষিদ্ধ ও এ হাজার ডলার জরিমানা করেছে পাকিস্তান। স্পট ফিক্সিংয়ে জড়িত হওয়ার জন্য জুয়ারিদের কাছ প্রস্তাব পাওয়ার পর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করার পর দীর্ঘদেহী এ ফাস্ট বোলারকে এক বছরের জন্য নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করা হয় বলে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।৩৪ বছর বয়সী ইরফান বলেন মা-বাবার মৃত্যুর পর মানসিক অবসাদগ্রস্ত থাকায় সে সময় তিনি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারেননি।লাহোরে পিসিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে ফিক্সিং করতে বলা হয়েছিল। তবে কোন প্রকার দুনীর্তি করতে আমি রাজি হইনি। এ প্রস্তাব সম্পর্কে রিপোর্ট না করাটা আমার ভুল হয়েছে।’তিনি আরো বলেন, ‘আমি ভুল স্বীকার করছি ও ভক্তদের কাছে দু:খ প্রকাশ করছি।’
পিসিবির দুর্নীতি বিরোধি ইউনিটের প্রধান মোহাম্মদ আজম বলেন, কোন খেলোয়াড়ের স্বীকারোক্তি মানে হচ্ছে তাকে ট্রাইবুনালের সামনে হাজির হতে হবেনা। কেলেঙ্কারীতে জড়িত হওয়ার অভিযোগ ওঠা অপর চার খেলোয়াড়ের শুনানী এ এই ট্রাইবুনালেই অনুষ্ঠিত হবে। এ মাসের শুরুর দিকে শেষ হওয়া পাকিস্তান সুপার লীগে(পিএসএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠা অপর চার খেলোয়াড় হচ্ছেন শারজিল খান, খালিদ লতিফ, শাহজাব হোসেন এবং নাসির জামশেদ। এক বছরের জন্য নিষিদ্ধ হলেও ইরফান তার আগেই ক্রিকেটে ফিরতে পারেন বলে জানিয়েছেন আজম। তিনি বলেন, দুর্নীতি বিরোধী আইনের গুরুত্ব সম্পর্কীয় লেকচারগুলোতে যোগ দান করলে ছয় মাস পরই নিষিদ্ধাদেশ কাটিয়ে খেলায় ফিরতে পারবে ইরফান।
উল্লেখ্য বিশ্বের ক্রিকেটের সবচেয়ে উচ্চতা সম্পন্ন ইরফান। ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর এ পর্যন্ত পাকিস্তানের হয়ে তিনি চারটি টেস্ট ও ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন। এ ছাড়া ৬০ ওয়ানডেতে তার উইকেচ সংখ্যা ৮৩।