ছাতক:: ছাতকে গাড়ির স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অটোরিক্সা অটোটেম্পো শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে পথচারীসভা অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সিএনজি স্ট্যান্ডে গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের দিঘলী গ্রামের ড্রাইভার ও কালারুকা ইউনিয়নের তাজপুর, নুরুল্লাহপুর, রামপুরসহ ৫টি গ্রামের ড্রাইভারদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়ক ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টির হয়। সংঘর্ষে সুনামগঞ্জ জেলা অটোটেম্পো অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জমসিদ আলী (৪০). সায়েদ আলী (৫০), গোলাম আশিক (৫০), মোঃ আলী (৩০), আলী আহমদ (২৮), শাহিন আহমদ (৩০), মাসুক মিয়া (৪০), পথচারী রাকিব উদ্দিন বাবলু, মাহফুজ আহমদ দুলন (৩০) আহত হয় এদেরকে ছাতক ও কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সুত্রে জানা যায়, নুরুল্লাহপুর স্ট্যান্ডের ড্রাইভার শাহিন আহমেদের সিএনজি চালিত অটোরিক্সা রাস্তার মধ্যে নষ্ট হলে গোবিন্দগঞ্জ স্টান্ডের ড্রাইভার নুরুল আমিন থাকে গালিগালাজ করে একপর্যায়ে শাহিন আহমদ বাধা দিলে পরবর্তীতে লোকজন নিয়ে এসে তাকে মারধর করে। পরবর্তীতে দুই স্ট্যান্ডের ড্রাইভারদের মধ্যে সংঘর্ষ বাধেঁ। ছাতক থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn