সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬, আহত ৫
সুনামগঞ্জ-সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ লেগুনা যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাস ও লেগুনা সড়কের দুপাশে ছিটকে পড়ে যায়। নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্বাকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আফজাল হোসেন(১৬), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মিলন(১৫), ওই গ্রামের ইস্তু মিয়ার ছেলে সাগর (১৬), গাগলি গ্রামের আব্দুলের ছেলে লেগুনা চালক নোমান (২২), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনীন্দ্র দাসের ছেলে নৃপ্রেশ দাস। নিহত অপর এক যুবকের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহযোগতায় লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, দিরাই থেকে লিমন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গতি বেশি থাকায় গাড়ি দুটি রাস্তার দুপাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ লেগুনা যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো ৫ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন ঘটনাস্থলে মারা গেছেন। তাদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর সুনামগঞ্জ-দিরাই সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে।