বিশ্বম্ভরপুরঃ বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশ ইয়ুথ ইনশিয়েটিভ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ইমরান হোসেন হিমু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সভাপতি জাবের ওবায়েদ, শিক্ষানুরাগী, সমাজসেবী নূরল আলম সাগর, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমদাদুল হক মিলন, সুনামগঞ্জ শাখার সদস্য বিলাল হোসেন প্রমুখ । হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার ১৬ জন শিক্ষার্থী নিয়ে দীর্ঘমেয়াদী ‘অধম্য’ শিরোনামে একটি প্রকল্পের অধীনে এই সহায়তা প্রদান করা হয় । শিক্ষার্থীদের পুরো বছরের শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। প্রথম ধাপে জানুয়ারিতে তাদের মধ্যে শিক্ষা উপকরণ দেয়া হয়েছিল। সুবিধাপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের সারা বছর পড়াশোনা মনিটরিং করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে। প্রতি একজন শিক্ষার্থীর জন্য একজন মেন্টর দায়িত্ব পালন করছেন । পিছিয়ে পড়া অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইয়্যুথ ইনিশিয়েটিভ’র দীর্ঘমেয়াদী ‘অধম্য’ প্রকল্পটি কাজ করছে।