ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটনে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। চলতি বিশ্বকাপে এর আগে দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে ৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে হেরে যায়। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ আফ্রিকানদের। অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে। বিশ্বকাপে এর আগে চার ম্যাচে মুখোমুখি হয় দুই দল। আগের সাক্ষাতে তিন ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আর এক ম্যাচে জয় পায় ভারত।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জুযবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডিল ফেহালুকাওয়ে, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাব্রিজ শাসম ও ইমরান তাহির।