বিয়ানীবাজারের কসবা স্কুলের রজতজয়ন্তীতে যোগ দিলেন ড. জাফর ইকবাল
ড. জাফর ইকবাল বলেন, যে দেশে সমানভাবে ছেলে মেয়েরা লেখাপড়া করে, সমানভাবে সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করে সেই দেশকে কোনভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের মতো করে এগিয়ে যাব। রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক সাহেদ আহমদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.আসাদুজ্জামান, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আহমদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, শিক্ষার্থী তামান্না বেগম ঝুমি ও সুবর্ণা আচার্য্য’র যৌথ সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ফজলুল হক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম, শাহিদুর রহমান শাহিন ও এনাম উদ্দিন।
রজতজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিক উদ্দিন তোতা, সিলেট এম.সি কলেজে প্রভাষক শামসুদ্দিন আহমদ, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু হাছিব জীবন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, ঘুঙ্গাদিয়া-বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, শালেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন আহমদ, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, এডভোকেট আমান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন বিয়ানীবাজার পৌর নির্বাচনের আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আব্দুস শুক্কুর, পৌর বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আহমদ রাজা, গিয়াস উদ্দিন আহমদ,আহমদ মহসিন বাবর, আতাউর রহমান চুনুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দন এসময় উপস্থিত ছিলেন।