সুনামগঞ্জে ‘অপেক্ষার ৪৩ বছর’
সুনামগঞ্জ :: সুনামগঞ্জের মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে মঞ্চস্থ হলো নাটক ‘অপেক্ষার ৪৩ বছর’ শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ করা হয়। সাংবাদিক ও নাট্য অভিনেতা দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস এর রচনা ও নির্দেশনায় এই নাটকটিতে অভিনয় করেন থিয়েটার সুনামগঞ্জের শিল্পীবৃন্দ। এসময় আতাহার আলী চরিত্রে অভিনয় করেন দেওয়ান গিয়াস চৌধুরী, পরী চরিত্রে অভিনয় করেন দীপান্বিতা দে হিয়া, আতাহারের মা চরিত্রে অভিনয় করেন তাজকিরা হক তাজিন, জাহিদ চরিত্রে সনি চন্দ, গাজী ভাই চরিত্রে রায়হান আলীম তামিম, হায়দার চরিত্রে, সোহানুর রহমান সোহান, সুত্রধর মাজহারুল ইসলাম সোহাগ, পরিমলের মা ও সূত্রধর চরিত্রে নাজিবা জাইমা হক দিবা, চরিত্রে পরিমল জাহিদ হাসান, পরিমলের বউ আনিকা রহমান প্রিয়া, মোতাহার মিয়া চরিত্রে মাজহারুল ইসলাম শিপন, শরিফা বানু চরিত্রে অভিনন্দন পূজা, মধু মিয়া চরিত্রে সামায়ূন বায়োজিদ, আবু তালেব চরিত্রে সাব্বির আহমেদ, টুকটুকি চরিত্র ফাহমিদা ফাইজা হক ইরা, মারুফ চরিত্রে পার্থ সাহা, ক্যাপ্টেন সালাউদ্দিন, আর টি রনি অভিনয় করেন। এছাড়াও এই নাটকে সংগীত পরিচালনায় সুহেল রানা ও রীতা আচার্য, কোরিওগ্রাফি ও নৃত্য নির্দেশনা দীপান্বিতা দে হিয়া, মঞ্চ ব্যবস্থাপনায় জুবের আহমেদ ও সীমা আক্তার, আলোকসজ্জায় আতাউল করিম ও নাজিয়া সানাম, শব্দ সম্পাদনা সাদিকুর রহমান দায়িত্ব পালন করেন।