জামালগঞ্জে আ.লীগের ইউসুফ আল আজাদের হ্যাটট্রিক জয়
সুনামগঞ্জ :: জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন। গত ১০ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তা স্থগিত করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ তাঁর নিকতম প্রতিদ্ব›দ্বী বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬শত ৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের মধ্যে, ইউসুফ আল আজাদ (নৌকা) ৩১ হাজার ৮৫ ভোট ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম (মোটর সাইকেল) ২৮ হাজার ৪০০ ভোট পেয়েছেন। মঙ্গলবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রার্থীর এজেন্টদের মাধ্যমে এই ফলাফল নিশ্চিত হয়েছে। তবে রির্টানিং কর্মকর্তার ঘোষিত ফলাফল এখনও পাওয়া যায়নি। এছাড়াও ভাই চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে আকবর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে দিনা রাণী তালুকদার বিজয়ী হয়েছেন।