প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জমকালো আয়োজনে আওয়ামী লীগ
রফিকুল ইসলাম রনি- দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। রাজধানীজুড়ে লাল-নীল-হলুদসহ নানা রঙের বাতি দিয়ে নতুন রূপে সাজানো হবে। বিশেষ করে ঢাকার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দৃষ্টিনন্দন করতে আলোকসজ্জা করা হবে। রাজধানীসহ বিভাগীয় শহর, জেলা-উপজেলায় দলের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে প্রকাশনা, আলোচনা সভা, সেমিনার, র্যালি করা হবে। সবমিলে কালারফুল ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১-এ পা দেবে উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন এ রাজনৈতিক দলটি। দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক রোজ গার্ডেন, কেন্দ্রীয় কার্যালয়, দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের মহানগর ও জেলা শহরে নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত করার প্রস্তুতি চলছে। ঢাকার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে দুই মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি থানা ও ওয়ার্ড নেতাদের নিজ নিজ এলাকার দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ জায়গায় দলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে মাইকে প্রচার ও ব্যানার ফেস্টুন লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায়ও নানা রঙের আলোর ঝলকানি এরই মধ্যে চোখে পড়ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইতিমধ্যে সম্পাদকম লীর সভা, মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের সঙ্গে বর্ধিত সভা, দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ২৩ জুন আমাদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কালারফুল করতে চাই। মাসব্যাপী এই কর্মসূচি চলবে ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত। দলের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিহাস-ঐতিহ্য তুলে বিভিন্ন ধরনের প্রচার-প্রকাশনা করা হবে। নতুন প্রজন্মকে জানাতে সভা-সেমিনার ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে দলের উপ-প্রচার কমিটি। গতকাল ধানমন্ডি, বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয়সহ কয়েকটি এলাকায় ঘুরে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাজসজ্জার চিত্র চোখে পড়ে। এদিকে আওয়ামী লীগের জন্মস্থান রাজধানীর রোজ গার্ডেনেও চলছে আলোকসজ্জার কাজ। গতকাল পুরাতন ঢাকার আগের কেন্দ্রীয় কার্যালয়টিতে পরিদর্শন করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদসহ নগর নেতারা। এ প্রসঙ্গে শাহে আলম মুরাদ বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মনোমুগ্ধকর সাজ-সজ্জার সব আয়োজন সম্পন্ন করা হচ্ছে।