সোহেল তাজ এর কাছে কিছু প্রশ্ন
রুদ্র মিজান এর ফেসবুক স্ট্যাটাস থকে--ভাগ্নে গুমের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ কী অনুভব করেছেন গুম হওয়া ব্যক্তির স্বজনদের কষ্ট? এক কাপড়ে, খাওয়াহীন, নাওয়াহীন যেভাবে পুত্র সৌরভের অপেক্ষায় ছিলেন ইয়াসমিন আপা, মানিক ভাই। এভাবেই নিশ্চয়ই আজও অপেক্ষায় থাকেন গুম হওয়া অন্যান্য ব্যক্তির মা, বাবা। কলিংবেলের শব্দ শুনে এগিয়ে যায় অবুঝ সন্তান। দিন যায়, বছর যায়, ঈদ আসে, যায়.. স্বজন ফিরে না। অভিন্ন কষ্ট দেখেছি সোহেল তাজের চোখে মুখে। ভাগ্নে ফিরে পেতে সংবাদ সম্মেলন করতে হয়েছে, বারবার ফেসবুক লাইভে অাসতে হয়েছে। স্বাধীনতার সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন অাহমদের পুত্র সোহেল তাজ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজন। তারপরও তার ভাগ্নেকে গুম হতে হয়। আজ সকালে সৌরভকে রাস্তায় ফেলে গেছে। সৌরভ ফিরে এসেছে। সৌরভের ভাগ্য ভালো তার মামা আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সৌরভ ফিরে আসুক, এটা সকলের চাওয়া ছিলো। সোহেল তাজ, আপনি তাজ উদ্দিন আহমদের পুত্র, যিনি রণাঙ্গন থেকে পালিয়ে যাননি। আপনি শুধু সৌরভের জন্য না, পুরো জাতির জন্য বলতে পারেন, অন্যায়, অপশক্তির বিরুদ্ধে লড়তে পারেন। জানতে ইচ্ছে করছে, আপনি কী আবার সংবাদ সম্মেলন করবেন, আবার কী লাইভে আসবেন.. এখনও যারা ফিরেনি তাদের জন্য? আপনি কী একটি বার তাদের কথা বলবেন। তাদের স্বজনরা এখনও অপেক্ষার প্রহর গুনে। তাদের সৌরভ ফিরেনি আজও!