কাতারের আমীরকে ড্রাইভিং করে এয়ারপোর্ট থেকে নিয়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বার্তা ডেস্ক:: কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আলে ছানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এসেছেন । শনিবার (২২ জুন) বিকেলে কাতার এয়ার ওয়েজের বিশেষ ফ্লাইটে রাওয়ালপিন্ডির নূর খান বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের অফিসিয়াল ফেসবুকে আপলোড করা একটি ছবিতে দেখা যায়, কাতারের আমীরকে স্বয়ং নিজে ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছেন ইমরান খান। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয়ের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দু দেশের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও আগামীকাল পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর সাথে বৈঠক করবেন কাতারের আমীর।