ছাতক  ::ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন নারী উন্নয়নে সরকারের সদিচ্ছা থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। আত্মকর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে নারীরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনে অবদান রাখছেন। গ্রামীণ নারীরা হাস মুরগী ও ছাগল পালনের মাধ্যমে সাবলম্বী হচ্ছে। তিনি বলেন, সরকার বিনা সুদে ঋণ দিয়ে নারীদের কল্যাণে কাজ করে নারী ও যুবদের আরো উৎসাহিত করতে চায়। মুহিবুর রহমান মানিক গতকাল সোমবার সকালে উপজেলা মিলনায়তনে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর এবং নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মিলন রানী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী, সহকারী কমিশনার ভূমি তাপস শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, চাঁন মিয়া চৌধুরী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ জয়ন্তী রানী দাস, সদস্য হাফসা বেগম, প্রিয়বালা দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুররব বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সহ সভাপতি সফিক মিয়া, উপজেলা পরিষদের অফিস সহকারী জিতেন বর্মন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn