জগন্নাথপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা, উত্তেজনা
জগন্নাথপুর ::জগন্নাথপুরে আদালতে মামলা চলমান থাকা সত্তে¡¡ও জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, শ্রীধরপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আছকির মিয়া ও ফয়সল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতে স্বত্ব মামলা চলমান রয়েছে। মামলায় আদালতে হাজির হয়ে কোন জবাব না দিয়ে জোরপূর্বক প্রবাসীর বাড়ি দখলের জন্য সীমানা দেয়াল নির্মাণ কাজ করছেন ফয়সল পক্ষের লোকজন। স্থানীয়রা জানান, বুধবার (৩ জুলাই) বিরোধপূর্ণ জায়গায় ফয়সল পক্ষের লোকজন নতুন দেয়াল নির্মাণের কাজ শুরু করলে প্রবাসীর মেয়ে সুমেনা বেগমসহ তাদের লোকজন আদালতের দোহাই দিয়ে বাধা দেন। এ সময় সুমেনা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে তিনি জানান। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে সুমেনা বেগম জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ ও জগন্নাথপুর থানায় জিডি করেন। পরে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী বলেন, বর্তমানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ বন্ধ রয়েছে।