দোয়ারাবাজারে ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা
দোয়ারাবাজার :: দোয়ারাবাজারে টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ক্রমশ প্লাবিত হওয়ায় বন্যার আশংকা করা হচ্ছে। গত তিনদিন ধরে টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা ঢলেসুরমা, চেলা, চলতি, মরা চেলা, খাসিয়ামারা, কালিউরি, ধূমখালি ও ছাগলচোরাসহ উপজেলার সকল নদী-নালা হাওর ও খাল-বিলের পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপার থেকে বয়ে আসা খাসিয়ামারা নদীর উজানে বেঁড়িবাধের পুরাতন ভাঙন দিয়ে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করায় আমনের বীজতলা, আউশ ও সবজি ক্ষেত তলিয়ে যাচ্ছে। দোয়ারাবাজার-বগুলাবাজার সড়কে শতাধিক ফুট প্রশস্ত মোকামের ভাঙাসহ স্থানে স্থানে খানাখন্দ থাকায় উপজেলা সদরের সাথে বগুলা ইউনিয়নের ২৮টি ও বাংলাবাজার ইউনিয়নের ৫টি গ্রামসহ সীমান্তের লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে।