তাহিরপুর  :: তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যা দূর্গতদের মধ্যে নগদ অর্থ ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন দুই উপজেলার পৈন্ডুব, হরিনাকান্দি,আছানপুর, মালিকখিলাসহ বিভিন্ন গ্রামের পানিবন্দি পরিবারের মধ্যে মেডিকেল টিমের মাধ্যমে ঔষধ ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরন করেন। এসময় তার সঙ্গে ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. ইকবাল হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোকারম হোসেন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, জামালগঞ্জ উপজেলার বেলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওয়াসিম তালুকদার প্রমুখ। নগদ অর্থ ও ঔষধ বিতরণকালে সরকারের পাশাপাশি আর্তমানবতার সেবায় সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসার আহবান জানান এমপি রতন। অপরদিকে শনিবার (১৩ জুলাই) সকালে তাহিরপুরে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনার খবর পেয়ে রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় নিহতদের বাড়ী মালিকখিলা গ্রামে যান তিনি। সেখানে তিনি নিহতের স্ত্রী ও পরিবারের খোঁজখবর নেন এবং নগদ ১০ হাজার টাকা অনুদান দেন। তিনি সবসময় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn