দেশে এখন থেকে প্রতিদিনি মধ্যরাতে ছয় ঘণ্টা সময় ফেসবুক বন্ধ রাখতে চায় সরকার। ইতোমধ্যে বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতামত চেয়েছে সরকার। দেশের তরুণ ও শিক্ষার্থীদের ‘মঙ্গলের জন্য’ মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার এ উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানো হযেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম।

জানা যায়, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের ফলে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে। সূত্রমতে, ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। চিঠিতে রাত ১২টা থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি উঠে এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি %পাওয়ার পর টেলিযোগাযোগ বিভাগ ওই বিষয়ে বিটিআরসির মতামত চেয়েছে। তাদের মতামত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn