গুগলে ম্যাপে বাংলাদেশিদের জন্য ৩টি নতুন ফিচার
বার্তা ডেস্ক :: বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য তিনটি নতুন ফিচার আনল টেক জায়ান্ট গুগল। নতুন এই তিনটি ফিচার পাওয়া যাবে গুগল ম্যাপে। ফিচারগুলো এরই মধ্যে গ্রাহকরা ব্যবহার করতে পারছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসল আজ মঙ্গলবার। এসব ফিচারের মধ্যে রয়েছে, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নতুন ডেডিকেটেড নেভিগেশন মোড। এতে রয়েছে, গন্তব্যস্থল, দূরত্ব ও সহজে দ্রুত পৌঁছার নির্দেশনা। সেই সঙ্গে গুগল নির্দেশিত রাস্তা থেকে ০.৫ কিলোমিটার দূরে সরে যায় তাহলে মোবাইল বেজে উঠবে। সেই সঙ্গে বাংলায় পার্শ্ববর্তী সকল প্রধান রাস্তাগুলো বাংলা উচ্চারণে জানিয়ে দেবে গুগল। সৌজন্যে : বিডি প্রতিদিন