জেলার ২০ জন বিসিএস পাশ কাজে যোগ দিচ্ছে
জেলার সর্বত্র হাওর ডুবে ফসলহানীতে সুনামগঞ্জের মানুষ যখন দিশেহারা ঠিক সে সময় জেলার বিভিন্ন উপজেলার কিছু সোনার সন্তানদের কৃতকার্যতা দু:খের মাঝেও কিছটা আনন্দের ছোঁয়া। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ২০জন কৃতি শিক্ষার্থী বিগত সময়ে বিভিন্ন ক্যাডারে ৩৫ তম বিসিএস এ সুপারিশকৃত হয় । গতকাল এ সুপারিশকৃত ২০ জন গেজেটভুক্ত হয়েছে। আগামী ২ মে সবাই স্ব স্ব কর্মক্ষেত্রে যোগদান করবে। সুনামগঞ্জ বাসী প্রত্যাশা করে আগামীতে তাদের এই সোনার ছেলেরা কর্মক্ষেত্রে প্রতিষ্টিত হয়ে হাওর পাড়ের মানুষ হিসাবে স্ব স্ব কর্মক্ষেত্রে থেকে হাওর পাড়ের কৃষক ও মেহনতি মানুষের জন্য কিছু করবে। সরকারের উচ্চ পর্যায়ে থেকে কাজ করার সময়দেশের সাধারণ মানুষের সাথেসাথে নিজ এলাকার কথা মনে রেখে তাদের সুখ দুঃখের অংশিদার হবে।
যারা এই সফলতা পেয়েছে নিম্নে তাদের নাম পরিচয় প্রকাশ হলো-
পরিচিতি:
১. জয়ীতা দাস- এএসপি, জামালগঞ্জ। ঢাবি। Joyita Joyee
২. পল্লব দাস- এডমিন, শাল্লা। এমসি কলেজ। Pallab Das
৩. উত্তম কুমার দাস- এডমিন, জামালগঞ্জ। শাবিপ্রবি। Uttam Kumar Das
৪. বাবলু সূত্রধর- এডমিন, দিরাই। শাবিপ্রবি। Bablu Sutradhar
৫. মুস্তাফিজুর রহমান- এডমিন, সুনামগঞ্জ সদর। শাবিপ্রবি।
৬. সালমান ফার্সি- এএসপি, সুনামগঞ্জ সদর। ঢাবি। Salman Farsi
৭. আবুল খায়ের- এএসপি, সুনামগঞ্জ সদর। শাবিপ্রবি। Abul Khayer
৮. নিবিড় রঞ্জন তালুকদার- ইকোনমিক ক্যাডার, বিশ্বম্ভরপুর। শাবিপ্রবি। Nibir Ranjan Talukder
৯. আতাউর রহমান- ইকোনমিক ক্যাডার, ধর্মপাশা। ঢাবি।
১০. কৃপেশ রঞ্জন- স্বাস্থ্য ক্যাডার, জামালগঞ্জ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ। Kripesh Ronjan Roy
১১. মো: সোহেল রানা- শিক্ষা, ধর্মপাশা। শাবিপ্রবি।
১২. আলী হাসান- শিক্ষা, জামালগঞ্জ। শাবিপ্রবি। Ali Hasan
১৩. সাদাত সায়েম- শিক্ষা, জামালগঞ্জ। শাবিপ্রবি। Sadat Sayem
১৪. রেজাউল করিম জনি- শিক্ষা, ধর্মপাশা। আনন্দ মোহন কলেজ। Rejaul Karim Jony
১৫. রহিম উদ্দিন তালুকদার- শিক্ষা, ছাতক। শাবিপ্রবি। এম. আর. ইউ. তালুকদার
১৬. নিক্সন দাস- শিক্ষা, শাল্লা। শাবিপ্রবি। Niksan Dash
১৭. ফৌজিয়া আক্তার- শিক্ষা, জামালগঞ্জ। শাবিপ্রবি।
১৮. সম্রাট তালুকদার- শিক্ষা, ধর্মপাশা। শাবিপ্রবি।
১৯. উর্মি লাবনী চক্রবর্তী- শিক্ষা, জামালগঞ্জ। শাবিপ্রবি।
২০. লালন কবিরাজ- শিক্ষা, জগন্নাথপুর। শাবিপ্রবি।