স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯০ রানের বিশাল জয় পেয়েছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পরেও টাইগারদের সিরিজ জয়ের ভালো সুযোগ ছিল। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সেই সুযোগ খুইয়েছে বাংলাদেশ। টেস্টের পরে একদিনের সিরিজও শেষ হয়েছে ১-১ ব্যবধানে। আগামীকাল (মঙ্গলবার) শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে এখনো হচ্ছে আলোচনা-সমালোচনা। শেষ ম্যাচে টসে জিতে মাশরাফির ফিল্ডিং নেবার সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুলের মতে, বাংলাদেশকে টসে জিতে ব্যাটিং করা উচিত ছিল। কারণ হিসেবে আশরাফুল বলেন, ‘ওখানে প্রচণ্ড গরম ও রোদ। এমন কন্ডিশনে ৫০ ওভার ফিল্ডিং বোলিং করে ব্যাট করতে নামা খুবই কঠিন। বাংলাদেশের উচিৎ ছিল আগে ব্যাট করা। তাহলে ভালো একটা স্কোর দাঁড় করানো যেত। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেমনটি করেছিল। কিন্তু টসে জিতে আগে বোলিং নিয়ে বাংলাদেশ ভুল করে বসলো। খেলোয়াড় এমনিতে অনেক ক্লান্ত ছিল। তার উপর আবার একটা চাপ যুক্ত হলো শ্রীলঙ্কা বড় স্কোর গড়ায়।’

শ্রীলংকার মাটিতে সবসময় সফল আশরাফুল অতীত অভিজ্ঞতা টেনে আরো বলেন, ‘২০১৩ সালে ওদের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ ড্র করেছিলাম। এবারও ড্র করেছি। তবে এবার জেতা উচিৎ ছিল। ওরা একটা নবীন দল। প্রথম ওয়ানডে হেরে মানসিক দিক দিয়ে ওরা আমাদের চেয়ে পিছিয়ে ছিল। কিন্তু শেষ ওয়ানডেতে আমরা সেই সুযোগটা নিতে পারিনি। এ ম্যাচে গেম প্ল্যানের অভাব দেখেছি। প্রথম দিকে আমোদের বোলিং মোটেও ভালো হয়নি। বোলিং নিয়ে তেমন কোনো পরিকল্পনা আমার চোখে ধরা পড়েনি। প্রথম দশ ওভারে ওরা ৭৬ রান তুলে ফেলে। এই শুরুটা ওদের আডভান্টেস এনে দিয়েছিল।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn