“মাননীয় প্রধানমন্ত্রী আমার হাওর পাড়ের মানুষদেরকে বাঁচান”
মাননীয়_প্রধানমন্ত্রী
“আপনি আমার হাওর পাড়ের মানুষদেরকে বাঁচান, যাদের ভোটে আমি নির্বাচিত তাদের চোখের জল মুছতে না পারলে নেতার আত্মা শান্তি পাবেনা।” দিরাইয়ের আকম্মিক বন্যায় হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার পর এলাকা পরিদর্শন করে হৃদয়স্পর্শী এ কথাগুলো বলেন সদ্য দিরাই-শাল্লা উপ-নির্বাচনে নির্বাচিত এমপি সুরঞ্জিত পত্নী ড. জয়া সেনগুপ্ত। গত কয়েকদিনের অভিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের সব কটি হাওর বাধ ভেঙে পানি ঢুকে তলিয়ে যায়। চোখের সামনে সোনালী ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে অশ্রুজল ফেলা ছাড়া কৃষকদের আর করার কিছু নেই। এমন পরিস্থিতি নিজ চোখে অবলোকন করে ভাটি বাংলা জনপদে নির্বাচিত ড. জয়া সেন প্রধানমন্ত্রী বরাবরে তাঁর পেজে উপরে উল্লেখিত স্ট্যাটাস লিখেন।