ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের সেই বিদায়ী ঘোষণাটা বাংলাদেশ দলের জন্য হতে পারত অনুপ্রেরণার। কিন্তু টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল মাশরাফির অবসরের ঘোষণাটা বোঝা হয়েই দাঁড়িয়েছে তামিম-সাব্বির-সৌম্য-মুশফিক-সাকিবদের কাছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার মিছিলে ৮২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৫ রান করতে পেরেছে মূলত ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহর ৫৭ রানের জুটি কল্যাণে।

টস জিতে মাশরাফি প্রথমে ব্যাটিং নিলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেরিতে। তবে খেলা শুরু হতে না হতেই বাংলাদেশ শিবিরে মালিঙ্গার আঘাত। ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড তামিম। স্কোরবোর্ডে তখনো রান উঠেনি। মালিঙ্গার করা প্রথম ওভারে ফিরে যেতে পারতেন সাব্বির-সৌম্যও। ভাগ্য ভলো, মালিঙ্গার পঞ্চম বলটি সাব্বিরের ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচটি ড্রপ করে ফাঁকায়। ষষ্ঠ বলে মালিঙ্গাকেই রিটার্ন ক্যাচ দিয়েছিলেন সৌম্য। কিন্তু মালিঙ্গা হাতে জমাতে পারেননি। ভাগ্য জোরে বেঁচে গিয়ে দুজনে ৫ ওভারেই তুলে ফেলেন ৫৭ রান। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তখন বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু দলকে ওই ৫৭ রানেই রেখে সাব্বির-সৌম্য ফিরে যান এক ওভারেই।

সাব্বির ১৬ রান করে রান আাউট। ২৯ রানে দাঁড়িয়ে সৌম্য ক্যাচ তুলে দেন লং অনে। একটু পর মুশফিক (৮) এবং সাকিবও (১১) ফিরে যান সাজঘরে। ১ উইকেটে ৫৭ থেকে বাংলাদেশ মুহূর্তেই হয়ে যায় ৫ উইকেটে ৮২ রানের দল। এরপর মোসাদ্দেক-মাহমুদউল্লাহর জুটিতে ১৫০ পার। মোসাদ্দেকের অপরাজিত ৩৪ রানই দলের পক্ষে সর্বোচ্চ। মালিঙ্গার দ্বিতীয় শিকার হওয়া মাহমুদউল্লাহ করেছেন ৩১ রান। শেষ দিকে নামা অধিনায়ক মাশরাফি ৫ বলে অপরাজিত থাকেন ৯ রান করে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নেন মাশরাফি। তবে বৃষ্টির কারণে খেলা শুরুতে দেরি হয়। খেলা দেরিতে শুরু হলেও ক্রিকেটপ্রেমীরা ঠিকই পেয়ে যান পড়ার মতো একটা সংবাদ। টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের মধ্যদিয়েই শেষ হয়ে যাবে তার আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার। মাশরাফি টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণাটি প্রথমে দিয়েছেন তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে। পরে টস করতে গিয়েও বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পর আর টি-টুয়েন্টি খেলবেন না। মাশরাফির এই অবসরের ঘোষণার ম্যাচ দিয়েই টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে পেস অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। কিন্তু অভিষেক ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগই পাননি। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার সুযোগ আছে বল হাতে।  মেহেদী হাসান মিরাজকে টি-টুয়েন্টি অভিষেকের জন্য আরও অপেক্ষাই করতে হচ্ছে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোসাদ্কে, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ :

কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিওয়ার্দানে, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn