জগন্নাথপুরে কারচুপির অভিযোগ এনে আ.লীগ প্রার্থীর ভোট বর্জন
বার্তা ডেস্ক :: দীর্ঘদিন পর অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদির। প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক শেরিনের পক্ষে ভোট কারচুপির অভিযোগ এনে তিনি ভোট বর্জন করেন। সোমবার (১৪ অক্টোবর) বিকাল চারটায় সাংবাদিকদের ভোটবর্জনের বিষয়টি তিনি নিশ্চিত করেন। এদিকে মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক শেরীন আনারস প্রতিকে ২৫০৩ পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির নৌকা প্রতিকে ১৫১৩ ভোট পেয়েছেন। এদিকে দীর্ঘ ১৬ বছর পর সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন বলে জানা গেছে। মীরপুর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩৯০ জন।