সৌদি থেকে ফিরলেন আরও ১৬৫ কর্মী
বার্তা ডেস্ক : সৌদি আরব থেকে ফিরেছেন আরও ১৬৫ বাংলাদেশি কর্মী। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে শুক্রবার রাতে ফিরেছিলেন ২০০ জন কর্মী। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৬৫ জন কর্মী দেশে ফিরলেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট করে শনিবার রাতে তারা ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন। ভিসা ও কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ায় প্রবাসী কর্মীদের বিরুদ্ধে সৌদি আরবে চলছে পুলিশি অভিযান। কয়েক মাস ধরে ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ উত্তীর্ণদের ফেরত পাঠানো হলেও, এবার ভুক্তভোগীদের অনেকে অভিযোগ করছেন, তাদের আকামা ছিল। ফেরত আসা কর্মীদের অভিযোগ, কারো ৬ মাস, কারো ৩ মাস আবার কারও কারও ৯ মাস সময় আছে। তবুও শারিরিকভাবে হেনস্তা করে জোরপূর্বক তুলে দেওয়া হয়েছে বিমানে। এ ব্যাপারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের অসহযোগিতারও অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন বলেন, ফেরত আসা কর্মীদের অনেকে ১০/১২ বছর ধরে সৌদি আরবে ছিলেন। যারা ফেরত এসেছেন তাদের মধ্যে কয়েকজন ২/৩ মাস আগে সৌদি গেছেন। তিনি জানান, ফেরত আসা কর্মীদের আকামা ছিল না। মেয়াদ না থাকায় অনেকে জেলও খেটেছেন।