বার্তা ডেক্সঃঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত বই ‘বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ’ একুশের বই মেলায় বেশ সাড়া জাগিয়েছে। ইতোমধ্যে বইটি সবগুলো কপি বিক্রি হয়ে গেছে। ড. মোমেন রচিত অন্য আরেকটি বই গতকাল মেলায় এসেছে।এই বইটিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বইটির নাম‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’। বইটি পাওয়া যাচ্ছে রাজধানীর একুশের বইমেলায়, অন্বেষা প্রকাশনীর ৩৩ নম্বর স্টলে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে যেমন ড. মোমেন কাজ করছেন ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে তাঁর কাজ করার সুযোগ হয়েছিলো। সেইসব অভিজ্ঞতা এবং আদর্শকে নিয়ে এই গ্রন্থটি তিনি রচনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn