চীনে রেস্তোরাঁ ধসে নিহত ২৯
বার্তা ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে পড়ে ২৯ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রেস্তোরাঁ ধসের ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দক্ষিণপশ্চিম শানজির জিয়াংফেন এলাকায় দুই তলা ওই ভবনটি ধসে পড়ে। সেসময় রেস্তোরাঁটিতে একটি জন্মদিনের পার্টি হচ্ছিল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। রবিবার ভোররাতের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে ২৯টি মৃতদেহ ছাড়াও ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে ৭ জন গুরুতর আহত হওয়া ছাড়াও ২১ জন সামান্য আঘাত পেয়েছেন। লিনফেন শহরের আওতাধীন এলাকায় রেস্তোরাঁ ধসের এ ঘটনা তদন্তে শানজির প্রাদেশিক সরকার একটি উচ্চ পর্যায়ের দল গঠন করেছে বলে জানিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।