অবশেষে নিজের একক অ্যালবামের নাম জানালেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ন্যানসি। তার পঞ্চম এককের নাম ‘শুনতে চাই তোমায়’। আ্যালাবমের গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। গানগুলোতে সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।  বৈশাখে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েজ থেকে। মোট তিনটি গান থাকছে অ্যালামটিতে। গানের কথাগুলো হলো- ‘শুনতে চাই তোমায়’,‘আহা! বৃষ্টি’ এবং ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’। ন্যানসি বলেন, ‘অ্যালবামের তিনটা গানের বিষয় বৈচিত্র্যে একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোনো মিল নেই। এবারই এই ধরনের গান করলাম। ভিণ্নতা শুধু বলার জন্য না, সত্যিই ভিন্নতা রয়েছে গানে। এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের র্স্পশ করবে। পাশাপাশি বৈশাখের উৎসবে নতুন কিছু যোগ করবে আমার ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামটি।’

জাহিদ আকবর বলেন, ‘ন্যানসি বরাবরই আমার অনেক প্রিয় একজন কন্ঠশিল্পী। তার গানে আলাদা একটা মুগ্ধতা রয়েছে। অনেক স্বাধীনতা নিয়ে গানগুলো লিখেছি। ইমন চমৎকার সুর ও সংগীত করেছেন প্রতিটি গানেই। আমার বিশ্বাস গানগুলোতে অন্য এক ন্যানসিকে আবিষ্কার করবেন শ্রোতারা।’ অ্যালবামের গান প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘সকল প্রশংসা সৃষ্টিকর্তার। চমৎকার তিনটি গান হয়েছে এই অ্যালবামে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা রাখছি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn