একে কুদরত পাশা-
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনার দাবিতে ও ১৩ এপ্রিল সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচিতে সফল করার লক্ষ্যে ‘কৃষক বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোদে শান্ত পদযাত্র ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবরা বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শান্তি পদযাত্রাটি মুরু হয়ে ওয়াজখালী পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। ‘কৃষক বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায় বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ‘কৃষক বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য, বাংলাদেশের কমিনিষ্ট পার্টির সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমদ, সাংবাদিক একে কুদরত পাশা, কৃষক প্রতিনিধি আফতাব উদ্দিন, রাজু আহমেদ, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক চৌধুরী প্রমূখ।
সভাপতির বক্তব্যে বিজন সেন রায় বলেন, আমাদের আন্দোল কোন ব্যাক্তি বা গোষ্টির জন্য আমাদের আন্দোলন কৃষকের জন্য। আমরা কৃষকের সন্তান, আগামী এক বছর কৃষক কিভাবে বেচে থাকবে সে সিদ্ধান্ত এখন থেকেই নিতে হবে। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, আমরা শান্তি প্রিয় কৃষক আমাদের দাবি মেনে নিয়ে সুনামগঞ্জতে দুর্গত এলাকা ঘোষণা করুন। তিনি কৃষকদের আহ্বান জানান, যাদের জন্য আমাদের সোনার ধান পানিতে তলিয়ে গিয়েছে সেই অপকর্মের হুতা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সাগেরেদ ঠিকাদার ও পিআইডিসেদের অপকর্মের স্থান পাউবো অফিস ১৩ এপ্রিল ঘোরাও করা হবে। উক্ত ঘেরাও কর্মসূেিচত সবরা অংশ গ্রহণ কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn