স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের করা প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। শিগগিরই এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বিকেলে আগারগাঁওয়ে শেরেবাংলা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির দপ্তর থেকে আইন মন্ত্রণালয় হয়ে আমার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন এসে জমা পড়েছে। মুফতি হান্নানের ফাঁসির বিষয়ে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তও এসে গেছে। এখন রাষ্ট্রের নির্বাহী আদেশ কারা কর্তৃপক্ষকে দেওয়া হবে। এরপরই মুফতি হান্নানসহ তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হবে।’ অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘পয়লা বৈশাখকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে জনগণকেও সহযোগিতা করতে হবে। নিরাপত্তা ভেঙে অনাকাঙ্খিত কিছু হওয়ারও সুযোগ নেই।’

উল্লেখ্য, সিলেটে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আবদুল হান্নান ও তার দুই সহযোগী প্রাণভিক্ষার আবেদন করেছিল রাষ্ট্রপতির কাছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn