শেষ হলো ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির ১০ম আলোকচিত্র প্রদর্শনী
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এর উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ‘১০ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী’র সমাপনী অনুষ্ঠান গতকাল ৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ প্রমুখ। আলোকচিত্র প্রদর্শনী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং বটতলায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শিত হয়। এতে ৩টি ফটোস্টোরি, ৪৫টি আলোকচিত্রসহ ডিইউপিএস’র ভুটান সফরের ২০টি আলোকচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ‘১০ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন।