জামালগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের উপজেলা পরিষদ ঘেরাও
জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরের জলাবদ্ধতা নিরসন ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পূরণ ও কানাইখালী নদী খনন বাস্থবায়ন করা, কোনো অবস্থাতেই নদীতে বাঁধ না দেওয়া সহ পূর্ব ঘোষিত বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে ফেনারবাক ও ভীমখালী ইউনিয়নের কয়েক হাজার কৃষক সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ঘেরাও করে। বিক্ষোদ্ধ কৃষকগনের আর্তচিৎকারে ভারী হয়ে উঠে উপজেলা চত্বর। এ সময় কৃষকদের শান্তনা দিতে আসেন উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ আহমদ। ক্ষতিগ্রস্থ কৃষকগণ তাদের জীবন চিত্র তোলে ধরে হুহ করে কেদে উঠেন। কৃষকগণের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, আ’লীগ নেতা জিতেন্দ্র তালুকদার, মো: আখততারুজ্জামান তালুকদার প্রমূখ। পরে দাবী পূরণে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদ সদস্য’র আশ^াসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করে স্থান ত্যাগ করেন কৃষকরা।