সুনামগঞ্জ :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সদর উপজেলায় নির্মাণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইফ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মীরেরচর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি মিসবাহ বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জবাসীকে উপহার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিচ্ছেন। সংসদে বিল উত্তাপন হয়েছে। শীঘ্রই এর অনুমোদন হবে। বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয় জেলা শহরের আশেপাশে নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার বিশ্ববিদ্যালয় সদর উপজেলায় নির্মাণ করতে হবে। বিশ্ববিদ্যালয় নির্মাণে সদর উপজেলার পর্যাপ্ত স্থান রয়েছে। এই দাবি আদায়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজন হলে সাধারণকে নিয়ে রাজপথে আন্দোলনে নামার প্রত্যয় ঘোষণা করেন তিনি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরও বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি কৃতজ্ঞ। আমার মতো একজন গরীবের সন্তানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের ভালোবাসার প্রতিদান ভবন আর রাস্তা দিয়ে দেয়া যাবে না। ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়ে দিতে হয়। আমি নির্বাচিত হওয়ার পর থেকে সুরমার উত্তর পারের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোর উন্নয়নে কাজ করেছি। হালুয়ারঘাট ধারাগাঁও সেতু নির্মানে কাজে হাত দিয়েছি। আশা করছি আমার সময়ে এর কাজ শুরু করা যাবে।
তিনি আরও বলেন, বোমা মেশিন দিয়ে বালি তুলে নদীর ধ্বংস করা হচ্ছে। তাদের ধমন না করে সাধারণ মানুষকে হাত দিয়ে বালি সংগ্রহে বাঁধা দেয়া যাবে না। নদীর উপর নির্ভর সুরমার উত্তর পারের জীবন-জীবিকা। এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে শুল্ক স্টেশনের কাজ চলমান রয়েছে। অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সুরমার উত্তর পারের মানুষের উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।
ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা প্রকোশলী জসিম উদ্দিন,প্রাক্তণ সুপার কাজী শাহেদ আলী, সদস্য শাহেদ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, উসমান গনি, বর্তমান ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহালম, ইউপি সদস্য আবুল কায়ের, আব্দুল মোতালিব, আব্দুল মালেক, আব্দুল আজিজ, রশিদ আহমদ, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, শাহ নূর, জাতীয় পার্টি নেতা এরশাদ মিয়া প্রমুখ। পরে মঙ্গলকাটা বাজার বায়তুন নূর জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় হুইফ মিসবাহ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn