বার্তা ডেস্ক :: ঢাকার আশুলিয়ায় মাসখানেক আগে দুই কিশোরী বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। সেই ধর্ষণের ভিডিও ধারণ করে পরে স্কিন শট নিয়ে সেগুলো মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি পুলিশের কাছে কেউ অভিযোগও করেনি। তবে বিষয়টি নজরে এলে অভিযানে নামেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গতকাল বুধবার সকালে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট থেকে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ চার কিশোরকে আটক করে পুলিশ। তারা হলো সারুফ, জাকির, রাকিব ও ডায়মন্ড আলামিন। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, আটক চারজন স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের আরো ৯ সহযোগীকে আটকের চেষ্টা চলছে। আটক চারজনই ভাদাইল এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকায় প্রতিবেশী দুই তরুণকে নিয়ে দুই বান্ধবী বেড়াতে যায়। এ সময় কিশোর গ্যাং সারুফের নেতৃত্বে ১০ থেকে ১২ জন কিশোর ওই দুই কিশোরীর সঙ্গে থাকা দুই তরুণকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে দলবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ করে তারা। মূলত কিশোর গ্যাংয়ের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তাদের ধারণ করা ভিডিও ফাঁস করে দেওয়া হয়। সেই ঘটনার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।-কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn