আরএসএস প্রধান: ভারতেই মুসলমানরা সবচেয়ে সুখে
বার্তা ডেক্সঃঃভারতের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে সংখ্যালঘু মুসলমানরা কোনঠাসা হয়ে পড়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণে প্রায়শই এমনটা উঠে আসে। তাছাড়া বিভিন্ন সময় দেশটিতে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। এসব ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কথা। অথচ সাম্প্রদায়িক কর্মকাণ্ডের জন্য ভারত এবং ভারতের বাইরে বিপুলভাবে সমালোচিত এই সংগঠনটির প্রধান মোহন ভাগবত বলেছেন, পুরো বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে সুখে আছে মুসলমানরা। যারা ‘ভারতে মুসলমানরা ভালো নেই’ বলে প্রচার চালায়, তারা নিজেদের স্বার্থ লাভের রাস্তা খুঁজতেই এমনটা করে থাকে। ১০ অক্টোবর ভারতীয় গণমাধ্যকে সাক্ষাৎকার দিতে গিয়ে এসব মন্তব্য করেন ভাগবত।
মোহন ভাগবত আরো বলেন, আমাদের সংবিধানের কোথাও লেখা নেই, ভারতে হিন্দুরা শ্রেষ্ঠ। তাই মুসলমানদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। যখনই ভারতের সংস্কৃতির ওপর কোনো আঘাত এসেছে, তখনই হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সেটা মোকাবেলা করেছে। এটাই আমাদের দেশের বৈশিষ্ট্য। অথচ পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সম্পূর্ণ বিপরীত চিত্র।