বৃষ্টি মাথায় নিয়েই চলছে সপ্তমীর পূজো
করোনাভাইরাসের জন্য এবারের দুর্গাপূজা আগে থেকেই কিছুটা ফিকে হয়ে রয়েছে। আর তা দেখে যেন এবার প্রকৃতিরও যেন মনখারাপ করেছে। মুখ ভার করে রয়েছে আকাশও। আজ শুক্রবার পূজোর দ্বিতীয় দিন। আজ দুর্গাপূজার মহা সপ্তমী। যেখানে সকালে থাকে মণ্ডপে মণ্ডপে পূজারী ও দর্শনার্থীদের ভিড় থাকার কথা সেখানে সকাল থেকেই একেবারে খালি পড়ে আছে সুনামগঞ্জের মণ্ডপগুলো। পূজোর শুরুর দিন মহা ষষ্ঠী পূজোতে ঝিরঝিরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দিয়েই এবার দেবীর বোধন হয়েছে। সপ্তমীর সকালেও একই অবস্থা। দেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর হয়েছে। যার প্রভাবে আজ, সপ্তমীতেও দিনভর বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির এই প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এদিকে সুনামগঞ্জ সহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার সপ্তমী বিহিত পূজা। জগতে আসুরিক শক্তির পরাভব ও সত্য সুন্দও চির কল্যাণে সবার অন্তরে শান্তি ও কল্যাণ বয়ে আসুক। এই প্রত্যাশায় সুনামগঞ্জে ভোরে সূর্য উঠার আগে থেকে বৈরী আবহাওয়ায় নানান আয়োজনের মধ্য মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার মহাসপ্তমী চলছে। তবে বৃষ্টিভেজা সকালে পূজারী ও দর্শনার্থীদের ভিড় না থাকলেও মণ্ডপে মণ্ডপে সদস্যরা ও আশেপাশের ভক্তরা অঞ্জলি দেন। অঞ্জলি শেষে করা হয় প্রসাদ বিতরণ। সুনামগঞ্জের সবকটি পূজা মণ্ডপে প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত করে পূজা করতে হচ্ছে আয়োজকদের। ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।