টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় ৭ দফা প্রস্তাব
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহি অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সুবহান আখঞ্জি, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়নের সভাপতি শাহিনুর তালুকদার, তাহিরপুর নৌকার মাঝি কল্যাণ সমিতির সভাপতি আবিকুল ইসলাম, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মনির মিয়া তালুকদার। সভার শুরুতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা সাত দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবসমুহ হল- প্লাস্টিকের বোতল-অপচনশীল দ্রব্য নৌকা ঘাট সমুহে আসা ও যাওয়ার পথে গণনা করে হাওরে কোন অপচনশীল দ্রব্য ফেলা হয়নি মর্মে নিশ্চিত করা, তাহিরপুর ও মধ্যনগর নৌকা ঘাটে বড় ডাস্টবিন স্থাপন এবং প্রত্যেক নৌকায় ডাস্টবিন বিতরণ, পর্যটকবাহী নৌকার মাঝিদের ও গাইডদের পরিবেশ সম্মত পর্যটন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, নৌঘাট ও পর্যটন স্পট সমুহে পরিবেশ সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন, ইঞ্জিন চালিতযানে পরিবেশ দূষণ বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ, টাঙ্গুয়ার হাওরে মৎস্য ও পাখির অভয়াশ্রমের কার্যকর বাস্তবায়ন, টাঙ্গুয়ার হাওর এলাকায় ব্যাপক ভিত্তিতে হিজল, করচ গাছ রোপণ ও সংরক্ষণ।