সুনামগঞ্জ শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠান চালানোর অপরাধে তাদের এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। প্রতিষ্ঠনাগুলো হচ্ছে শহরের সেবা ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ডায়াগনস্টিক সেন্টার। বুধবার (১১ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালিত হয়। এসময় লাইসেন্স নবায়ন না হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও ল্যাব সঠিকভাবে রয়েছে কি না খতিয়ে দেখতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জহিরুল আলম অভিযান চালান। অভিযানকালে শহরের সেবা ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠান চালানোর বিষয়টি ধরা পড়ে। এই অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স নবায়ন না হওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জহিরুল আলম বলেন, ‘কয়েকদিন আগে ঢাকার মাইন্ড এইড হাসপাতালে একজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরবর্তিতে খোঁজ নিয়ে দেখা যায় হাসপাতালের কোনো রকমের লাইসেন্স ছিল না। সেজন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশব্যাপী বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চলছে। এখানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় লাইসেন্স বিহীন বা লাইসেন্স নবায়ন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সে জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই আমরা অভিযান পরিচালনা করছি।’
সংবাদ টি পড়া হয়েছে :
৭৯ বার