ভূমধ্যসাগরে লিবীয় উপকূলে বুধবার শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে শিশুসহ ছয়জন মারা গেছেন। ওপেন আর্মস নামে স্পেনের একটি স্বেচ্ছোসেবী সংগঠন জানিয়েছে, ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে তারা ১১০ জনকে উদ্ধার করেছে। এ সময় তারা ৫ মাস বয়সী একটি শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেন। ইতালির কোস্টগার্ড এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়, ইউরোপীয় সীমান্তে তাদের টহল বিমানে বিষয়টি পর্যবেক্ষণ করে কোস্টগার্ডকে জানালে স্পেনের স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে তারাও উদ্ধার অভিযানে অংশ নেন। এতে বলা হয়, মুমূর্ষু অবস্থায় উদ্ধারকৃত চার শরণার্থীকে স্পেনের জাহাজটি থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn