মাদ্রিদ: ইউরোপিয়ান ফুটবলে নতুন ইতিহাস লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে পিছিয়ে থেকেও বায়ার্নের বিরুদ্ধে ২-১ জয় ছিনিয়ে এনেছিল৷জোড়া গোল করেছিলেন সিআর সেভেন৷ আর এই দু’গোলের সুবাদেই রোনালদোর শততম গোল হয়ে গিয়েছে উয়েফার সব ধরণের ক্লাব প্রতিযোগিতায়৷১০০টি গোলের নজির এই গ্রহে আর কারোর নেই৷

এই দুর্দান্ত নজির গড়ার জন্য রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ সিআর সেভেনের হাতে বিশেষ একটি ১০০ লেখা জার্সি তুলে দিয়েছেন৷জার্সি হাতে নিয়ে রোনালদো বলছেন,‘‘ রিয়াল মাদ্রিদের কাছে আমি ধন্য৷এখানে এসেই একটা দুর্দান্ত কেরিয়ার করতে পেরেছি৷আমার সতীর্থ ও ফ্যানেদের অনেক অনেক ধন্যবাদ৷চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করে ভাবিনি যে, কখনও এই রেকর্ড করতে পারব৷আমার কাছে এটা অত্যন্ত সম্মানের৷আমি খুব খুশি ও রোমাঞ্চিত৷’’ চারবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ কিংবদন্তি প্রথম উয়েফা প্রতিযোগিতায় প্রথম গোলটি করেছিলেন ১১ বছর আগে৷ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ডেব্রেসেনের বিরুদ্ধে৷২০০৫-এর ৯ ডিসেম্বরে ম্যাচটি হয়েছিল৷২০১৩-তে গোলের হাফ সেঞ্চুরি করেন গালাসাতারির বিরুদ্ধে৷চ্যাম্পিয়্ন্স লিগেই তাঁর ৯৭টি গোল হয়ে গেল৷বাকি তিনটি গোল উয়েফা কাপ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও উয়েফা ইন্টারটোটো কাপ মিলিয়ে৷এখন রোনাল্ডোর ভক্তরা তাঁর থেকে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি দেখার অপেক্ষায়৷

ইউরোপে গোলের সেঞ্চুরির আশা করেননি রোনালদো

 প্রথম খেলোয়াড় হিসেবে ইউয়েফা ক্লাব প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরির করার বিষয়টি কখনই আশা করেননি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো । ৩২ বছর বয়সী এই পর্তুগীজ তারকা বুধবার চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলের ২-১ গোলের জয়ে দুই গোল করে শততম গোলের রেকর্ড গড়েন। রিয়ালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে দারুন এই রেকর্ড গড়ার পরে ক্লাব সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের কাছ থেকে শার্ট উপহার পেয়েছেন সিআর সেভেন। দারুন এই অর্জনে উচ্ছসিত রোনালদো  ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘ইউরোপে ১০০ গোল করা সত্যিই দারুন সৌভাগ্যের। এটা আমার জন্য একটি বিশেষ দিন, বিশেষ করে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আমি দারুন খুশী। এই ক্লাবের হয়ে দুর্দান্ত একটি ক্যারিয়ার কাটানোর সুযোগ পেয়ে আমি রিয়ালের কাছে কৃতজ্ঞ। এখানে সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। চ্যাম্পিয়নস লীগে আমি যখন গোল করা শুরু করি তখন কখনই চিন্তা করিনি এই রেকর্ড গড়তে পারবো।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn