বার্তা ডেস্ক::ইংল্যান্ডে লকডাউনের সময় বাচ্চাদের সক্রিয় থাকতে সাহায্য করায় দেশটির ঐতিহ্যবাহী কেনিংটন ওভাল স্টেডিয়ামে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতন। ২৪ ঘণ্টার জন্য কেনিংটন ওভাল স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’। বর্তমানে লন্ডন ক্রিকেট চ্যারিটির নেতৃত্বে রয়েছেন রতন। করোনা মহামারিতে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় তৃণমূলের ক্রীড়াকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সম্মানিত করতে নানান উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের প্রায় পৌনে দুইশ বছর পুরনো স্টেডিয়াম কেনিংটন ওভাল। লকডাউনে প্রশংসনীয় অবদান রাখায় বাংলাদেশের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান শহীদুল আলম রতনকে সম্মান দিতে ২৪ ঘণ্টার জন্য রতনের নামে ঐতিহাসিক এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

টেস্ট পূর্ববর্তী যুগে ৮০ ও ৯০’র দশকে উইকেটরক্ষক হিসেবে খেলা রতন বর্তমানে ক্যাপিট্যাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। ক্যাপিট্যাল কিডস ক্রিকেট মূলত একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান, যেটি ক্রিকেটের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করে থাকে। করোনা লকডাউনের বাচ্চাদের সক্রিয় রাখতে একটি ডিজিটাল এক্টিভিটি জোন তৈরি করেছিল ক্যাপিট্যাল কিডস ক্রিকেট। এসব কাজের সার্বিক দেখভাল করেছেন শহীদুল আলম রতন। বিশেষ করে মানসিকভাবে বিপর্যস্ত শিশু যেমন রিফিউজি শিশুদের নিয়ে ভার্চুয়াল সেশন, রেগুলার কুইজসহ পারিবারিক পরামর্শের ব্যবস্থাও করেছিলেন তিনি।

বিরল সম্মাননার বিষয়ে রতন বলেন, “এত বড় সম্মান পাওয়াটা সত্যিই অসাধারণ। ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়াম আমার নামে নামকরণ করা অনেক বড় সম্মান। এতে চ্যারিটেবল কাজ করা মানুষেরা আরও উৎসাহ পাবে, যারা মানুষকে সাহায্য করার মাধ্যমে পরিবর্তন আনতে চায়। আমি সারে ক্রিকেটকেও ধন্যবাদ জানাই।” সূত্র: ক্রিকইনফো।-পূর্বপশ্চিমবিডি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn