দিল আহমেদ- বহু জলপনা কল্পনার পর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে জামালগঞ্জ সদর ও উত্তর ইউনিয়নে বিএনপির দুই বিদ্রোহী স্বতন্ত্র হিসাবে নির্বাচিত হয়েছেন। গতকাল ১৬ এপ্রিল অনুষ্ঠিত জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের মো: সাজ্জাদ মাহমুদ তালুকদার আনারস প্রতীকে ৩৩৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মতিউর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৩১৮১ ভোট। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মো: রজব আলী মোটর সাইকেল প্রতীকে ২৮৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্ধী এম নবী হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৬৪০ ভোট। গতকাল রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাচন কমিশনার ইউসুফ-উর-রহমান এই নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোট সংখ্যা ছিল ১৮৭১৯, ও উত্তর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোট সংখ্যা ছিল ১৪৭৯৯। জামালগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী জামিল আহমেদ জুয়েল নৌকা প্রতীকে পেয়েছেন ২৮২১, বিএনপির দলীয় প্রার্থী মো: আব্দুল মতিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী মো: আলী আক্কাছ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৮২৬ ভোট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn