সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেছেন, সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধ পরিকর। ভোট হচ্ছে জনগণের আমানতঅ আর এ আমানতের মহান দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের উপর। আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন, নির্বাচন নিয়ে কোনো অনিয়ম গাফলাতি বরদাশত করা হবে না। কারো বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিরাই পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে রোববার দুপুরে প্রিজাইডিং ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এসময় তিনি বলেন, জনগন যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এমদাদুল হক সহ প্রিজাইডিং কর্মকর্তাবৃন্দ।
সংবাদ টি পড়া হয়েছে :
৫১ বার