ছাতকে পথ শিশুদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন
ছাতকে সুবিধা বঞ্চিত পথ শিশুদের অন্য রকম বাংলা নববর্ষ উদযাপন করলো বেসরকারী একটি সামাজিক সংগঠন আলো বাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন। সংগঠনের আলো পরিবারের উদ্যোগে পথ শিশুদের নিয়ে বাঙালীদের প্রাণের উৎসব ১৪২৪ বাংলা বরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ উইল্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেন মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহান।
পরে সুবিধা বঞ্চিত পথ শিশুদের সাথে নিয়ে আনন্দ উল¬াসের মাধ্যমে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ। দিনব্যাপী উৎসবের মধ্যে ছিল চকলেট দৌড়, ১শ’মিটার দৌড়সহ ৮টি ইভেন্টে মোট ৫১জন সুবিধা বঞ্চিত পথ শিশুদের ক্রিড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেয় ৪, ৫, ৬ থেকে ১০ বছর বয়সী শিশুরা। দুপুরে এসব শিশুদের নিয়ে মধ্যহৃ ভোজে অংশ নেয় আলো পরিবারের সদস্যরা। পরে সংগঠনের অর্থ সম্পাদক রুবেল মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভার শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীসহ সকল শিশুদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
লটারির মাধ্যমে বছরের প্রথম দিনের সেরা ভাগ্যবান বিজয়ী শিশুর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উইল্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল শাহীন আহমদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহান, সহ-সাধারণ সম্পাদক উজ্জল দত্ত, সহ-প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা অক্তার রুনাসহ আলো পরিবারের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলে পথ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠান। এ ছাড়াও রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি, নতুন রক্তদাতা উৎসাহিত করার লক্ষে আলো পরিবার সকলের প্রতি আহবান জানানো হয়।